Header Ads

Header ADS

Affiliate Marketing Live Course

 





বর্তমান ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সবচেয়ে বেশি এবং সহজে আয়ের উৎস হল এফেলিয়েট মার্কেটিং। শুধুমাত্র কম্পিউটার আর ইন্টারনেট এর বেসিক কাজ জেনে আর আমাদের দেওয়া ট্রিক্সগুলো ফলো করে বর্তমানে বহু তরুণ এমাজন এফিলিয়েট এর মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন।


এফিলিয়েট মার্কেটিং হল বিভিন্ন কম্পানির প্রোডাক্ট এর প্রোমোশন। যেমন আপনাকে কোন বন্ধু জিজ্ঞেস করলো সে একটা ল্যাপটপ কিনতে চায় কোথা থেকে কিনবে? আপনি আপনার পরিচিত কোন ভাল কম্পানি/দোকান সাজেস্ট করলেন। আপনার বন্ধু ওই দোকান থেকে ল্যাপটপটা কিনল। এর বিনিময়ে খুশি হয়ে কম্পানি আপনাকে কিছু সম্মানি দিল। এফিলিয়েট মার্কেটিংও এটাই। অ্যামাজন, ইবে, আলীবাবাসহ বিভিন্ন বড় বড় ই-কমার্স সাইট কিংবা বিভিন্ন ডোমেইন হোস্টিংসহ বড় বড় সাইটগুলো নিজেদের কম্পানি প্রচার এবং প্রসার এর জন্য এফিলিয়েট করে থাকে। প্রতিটি প্রোডাক্ট আপনার দেওয়া রেফেরেন্স এ ক্লিক করে কেউ ক্রয় করলে আপনি একটা কমিশন পাবেন। আপনি যদি ২০০টা প্রডাক্টও রিকমেন্ড করেন, সেখান থেকে প্রতিদিন যদি ১০টা প্রোডাক্ট সেল হয়। প্রতি প্রোডাক্ট থেকে আপনি যদি ৫ ডলারও কমিশন পান, তাহলে প্রতিদিন ৫০ ডলার বা ৪,০০০ টাকা।

এফিলিয়েট মার্কেটিং, ছাড়া অন্যান্য সাইটগুলোর এফিলিয়েট দেখানো হবে, যেখানে আপনি কিভাবে উক্ত প্রোডাক্টগুলো গ্রাহকের কাছে গুণগান তুলে ধরবেন এবং গ্রাহক সেটা কিনতে উৎসাহিত হবে।

বিশ্বজুড়ে এখন ছোট বড় প্রায় সব কোম্পানীই তাদের প্রোডাক্ট সেলের জন্য এফিলিয়েট মার্কেটারদের ওপর নির্ভরশীল। আর এফিলিয়েট মার্কেটার এবং কোম্পানীদের সঙ্গে সেতুবন্ধনের কাজটি করে দেয় আমাজন, ইবে, ক্লিক ব্যাংকের মত বিশ্ব বিখ্যাত এফিলিয়েট প্রোগ্রামগুলো।


 কাদের জন্য কোর্সটি ?

 যারা এফিলিয়েট মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়তে চান।

 অনলাইন উদ্যোক্তা হতে চান।

 যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান

 


 কোর্সে কি কি শেখানো হবে ?

 Affiliate Marketing Overview

 Choosing Niche

 Affiliate Network

 Traffic Generation

 SEO – Search Engine Optimization

 PPC/Search Engine Marketing

 social media marketing(Facebook, Instagram, YouTube, Email)

 Freelancing Marketplace

No comments

Powered by Blogger.