Header Ads

Header ADS

YouTube Live Course – Complete Guide to Video Editing & Earning

 


বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ইউটিউব(YouTube)। ইউটিউব কে ব্যবহার করে কোন পন্য, সেবা বা বিজনেসের ব্র্যান্ডইং করাই হলো ইউটিউব মার্কেটিং(YouTube Marketing)।ইউটিউব এর মাধ্যমে মার্কেটিং করা মানে, ভিডিওর মাধ্যমে অনলাইনে মার্কেটিং করা। তাই, ইউটিউব মার্কেটিং কে ভিডিও মার্কেটিং বলেও বলা যেতে পারে। কম্পিউটার বেসিক জানা থাকলেই এ কোর্স করতে পারবে।


 ইউটিউব চ্যানেল এ ভিডিও আপলোড এর মাধ্যমে কোন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য অথবা সেবার প্রচারণা করার নামই হলো ইউটিউব মার্কেটিং এজন্য ইউটিউব মার্কেটিং কে ভিডিও মার্কেটিং ও বলা হয়। এটি দুই ধরণের হতে পারে। নিজে পণ্য বা সেবা সম্পর্কে ভিডিও তৈরি করে আপলোড দিয়ে প্রচার করা অথবা অন্য কারো দ্বারা টাকার বিনিময়ে চাহিদা মাফিক প্রচারণা করানো।বর্তমানে ওয়েবসাইটের চেয়ে ইউটিউবে ট্রাফিক পাওয়া অত্যান্ত সহজ যার কারণে অল্প সময়ের মধ্যে ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ট্রাফিক জেনারেট করা যায় এবং খুব সহজে ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করা যায়। দিন দিন ইউটিউব মার্কেটিং এর জনপ্রিয়তা বেড়েই চলছে যার কারণে অনেকে এখন ইউটিউব মার্কেটিং কে পেশা হিসেবে বেঁছে নিতেছে। আপনি যদি অনলাইন থেকে খুব সহজে ইনকাম করতে চান এবং ফ্রিলান্সিং এ ক্যারিয়ার গড়তে চান তাহলে ইউটিউব মার্কেটিং হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ।

বর্তমানে অনলাইন আয়ের অন্যতম একটি মাধ্যমে রূপান্তর হয়েছে ইউটিউব। এর মাধ্যমে বাংলাদেশ থেকে হাজার হাজার তরুণ পড়াশুনার পাশাপাশি পার্টটাইম হিসেবে প্রতি মাসে হাজার থেকে লাখ টাকা আর্ন করছেন। এই কোর্সে আপনাকে একটি ইউটিউব চ্যানেলে, চ্যানেল খোলা থেকে ‍শুরু করে মনিটাইজ, ভিডিও এডিটিং, কিভাবে আর্ন করবেন এবং উত্তোলন করবেন সবকিছু বিস্তারিত দেখানো হবে।


 কাদের জন্য কোর্সটি ?

 যারা ভিডিও এডিটর হিসেবে ক্যারিয়ার গড়তে চান

 যাদের ছবি তোলার কিংবা ভিডিও করার শখ।

 যাদের শর্টফিল্ম বানাতে আগ্রহ।

 প্রাঙ্ক ভিডিওর ভালো আইডিয়া আছে এবং প্রাঙ্ক ভিডিও বানাতে চান।

 যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান।


 কোর্সে কি কি শেখানো হবে ?

 Create YouTube Channel with Customization

 Video Editing with Filmora & Camtasia

 YouTube SEO & Video Optimization

 link building, Create Manual and Auto Backlink

 SetUp Google AdSense Account

 Affiliate Marketing For YouTube

 Advance Research & Analysis with VidIQ+Tubeddy

 Freelancing Marketplace

No comments

Powered by Blogger.