Header Ads

Header ADS

Professional Logo Design Live Course

 


লোগো হল গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরিকৃত কোন প্রতীক বা চিহ্ন যা একটি দেশ, প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যাক্তিত্ব সহ অনেক কিছু প্রকাশ করে। লোগো ডিজাইন করার সময় কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। Adobe Photoshop এবং Adobe Illustrator এর সম্পর্কে ভালো ধারনা থাকলে লোগো ডিজাইন কোর্সে অংশগ্রহন করতে পারবে।


লোগোর নাম শুনলে আপনার মনে হতে পারে শুধুমাত্র কিছু শেপ তথা বৃত্ত, ত্রিভুজ কিংবা বক্স তৈরি করলাম, তারপর কোম্পানির নাম দিয়ে দিলাম এবং অবশেষে সুন্দর একটি লোগো তৈরি করে ফেললাম। যদিও এইভাবে ডিজাইন করলেও লোগো হবে, তবে এই লোগোকে প্রফেশনাল লোগো বলা যাবে না এবং এই লোগো মানুষের মনেও কোন জায়গা করে নিতে পারবে না।

লোগো একটি শব্দ বা ইমেজের মাধ্যমে এক সাথে অনেক কিছুর বহিপ্রকাশ। এটি একটি দেশ, প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যাক্তিত্ব সহ অনেক কিছু প্রকাশ করে। তাইতো এখন সবাই লোগো ব্যবহার করে থাকে। যে সিম্বল দেখলে চোখের সামনে কোম্পানির চেহারা ভেসে ওঠে সেটিই সার্থক একটি লোগো। একজন সাধারণ মানুষের চোখে লোগো মানে কোম্পানি বা প্রোডাক্ট। লোগোর ওপর ভিত্তি করে একটি ব্র্যান্ড দাঁড়িয়ে যায়। এবং একজন ডিজাইনারের কাছে লোগো মানে ক্লায়েন্টের ভাবাদর্শ একটি গ্রাফিক দিয়ে প্রকাশ করা। বর্তমানে প্রায় সবার নিজস্ব ওয়েবসাইট রয়েছে। যেটির জন্যে লোগো প্রয়োজন হয়। কোম্পানির সেবা প্রকাশের জন্যও এটি অপরিহার্য হয়ে গেছে। লোগো দেখতে অনেক সিম্পল মনে হলেও ডিজাইন করার সময় অনেক দিকে লক্ষ্য রাখতে হয়।

লোগো ডিজাইন কোর্সটি করে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো প্রচুর কাজ করতে পারবেন। এছাড়া তৈরিকৃত ডিজাইন আপলোড করে রেখে যতবার সেল হবে ততবার টাকা। এভাবে রয়্যালটি ইনকামের সুযোগ রয়েছে।


 কাদের জন্য কোর্সটি ?

 যারা লোগো ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়তে চান

 অনলাইন উদ্যোক্তা বা আইটি স্পেশালিস্ট হতে চান

 ডিজাইন, আর্ট, লোগো ডিজাইন, ট্রল পেইজ, ইউটিউবার কিংবা ফটোগ্রাফার

 যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান

 


 কোর্সে কি কি শেখানো হবে ?

 Word mark logo.

 Letter mark logo.

 Pictorial mark logo.

 Abstract mark logo.

 Mascot logo.

 Combination mark logo.

 Logo categories like real estate, medical, fishing etc.

 Freelancing Marketplace


No comments

Powered by Blogger.