Header Ads

Header ADS

Motion Graphics (Live Course)

 


বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এর অন্যতম একটি সেক্টর হচ্ছে মোশন গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের এলিমেন্ট গুলোকে ফিল্ম মেকিং বা ভিডিও প্রডাকশনের মাধ্যমে উপস্থাপন করাকেই মূলত মোশন গ্রাফিক্স বলা হয়। মোশন গ্রাফিক্স ডিজাইনে ইন্ট্রো,আউট্রো,বাউন্স,মোশান ব্লার,গ্রাফ এডিটর এই পার্ট গুলো প্রধান। কম্পিউটার বেসিক জানা থাকলেই মোশন গ্রাফিক্স কোর্সে অংশগ্রহন করতে পারবে

মোশন গ্রাফিক্স হলো গ্রাফিক ডিজাইনের একটি অংশ , যেটিকে টেলিভিশন, ফিল্ম অথবা অন্য যেকোন নতুন ভিজুয়াল মিডিয়ামের জন্য ব্যবহার করা হয়। যেমন কোন ফিল্ম দেখার আগে আমরা যে টাইটেল এনিমেশন দেখি বা টিভি তে কোন সিরিয়াল দেখার আগে যে সেই সিরিয়ালটির নাম এর এনিমেশন দেখি অথবা ওয়েব সাইট এর ব্যানারে যখন কোন নাম ঘুরতে ঘুরতে সামনে আসে এইগুলো কেই মোশন গ্রাফিক্স বলে। বার্তমানে মোশন গ্রাফিক ডিজাইনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সকল কোম্পানি তাদের মার্কেটিং করার ক্ষেত্রে মোশন গ্রাফিক টি বেছে নিচ্ছেন।

আপনি কি মোশন গ্রাফিক  ডিজাইন শিখতে চান বা একটি মোশন গ্রাফিক ডিজাইনার হিসাবে ক্যারিয়ার শুরু করতে চান? তাহলে এই কোর্সটি আপনার জন্য। এখানে বেসিক থেকে শুরু করে প্রজেক্টভিত্তিক এডভ্যান্স ডিজাইন শেখানো হবে। বর্তমানে সব কম্পানিরই ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ইত্যাদি রয়েছে। তাদের ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ইত্যাদির জন্য মোশন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন হয়ে থাকে। তাছাড়াও মোশন গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো প্রচুর কাজ করতে পারবেন।


 Who can Learn:

 যারা মোশন গ্রাফিক ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়তে চান

 অনলাইন উদ্যোক্তা বা আইটি স্পেশালিস্ট হতে চান

 ডিজাইন, আর্ট, ওয়েব গ্রাফিক্স, ট্রল পেইজ, ইউটিউবার কিংবা ফটোগ্রাফার

 যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান


 What Will I Learn?

 After Effects Basics

 Important After Effects Skills

 Motion Graphics Projects

 Flat Animation Challenge Projects

 3D Animations and the Camera Tool

Creating Objects in Cinema 4D

 Freelancing Marketplace

No comments

Powered by Blogger.