The Complete Web Development Live Course
বর্তমানে জনপ্রিয় একটি পেশা হল ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট মূলত ইন্টারনেট এর জন্য যেসব ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা হয় সেগুলো বিভিন্ন স্ক্রিপ্টিং এবং প্রোগামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরী করার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। যাদের এইচটিএমএল সিএসএস বা ওয়েব ডিজাইন সর্ম্পকে প্রাথমিক ধারণা আছে তারা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স শুরু করতে পারেন।
ওয়েব ডেভেলপমেন্ট হল বিভিন্ন কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করা। আমরা বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন তথ্য এবং সেবা নিয়ে থাকি। যেমন ফেসবুকের মাধ্যমে বন্ধু বানানো, বিক্রয়.কম এর মাধ্যমে জিনিসপত্র বিক্রি, দারাজ এর মাধ্যমে পণ্য কেনা এবং ইশিখন.কম এর মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া।
অনলাইন দুনিয়া আসার সাথে সাথে প্রতিটি কোম্পানি উপলদ্ধি করেছে, নিজেদের একটি ওয়েবসাইট দরকার। নতুন ওয়েবসাইট তৈরি তথা পুরনো ওয়েবসাইটের নতুন ডিজাইন আপডেট ইত্যাদি, নতুন নতুন আইডিয়া দিয়ে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা, ইত্যাদি প্রচুর কাজ রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট এ। কিন্তু সে তুলনায় এই সেক্টরে দক্ষ লোকের অভাব রয়েছে। যাদের এইচটিএমএল সিএসএস বা ওয়েব ডিজাইন সর্ম্পকে প্রাথমিক ধারণা আছে,(যদি না থাকে তবে আমাদের ওয়েব ডিজাইন কোর্সেও অংশ নিতে পারেন) তারা ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন।
ওয়েব ডেভেলপমেন্ট করে আপনি যেকোন সফ্টওয়্যার তথা আইটি কোম্পানিতে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে পারেন। অনলাইনে ঘরে বসেই যেকোন কোম্পানির জন্য পার্সোনালী ওয়েবসাইট তৈরি করে আয় করতে পারেন। কিংবা নিজে নতুন কোন আইডিয়া দিয়ে ওয়েবসাইট বানিয়ে ব্যবসা বা কোম্পানি শুরু করতে পারেন।
কাদের জন্য কোর্সটি?
যারা ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে চান
অনলাইন উদ্যোক্তা বা আইটি স্পেশালিস্ট হতে চান
যাদের কোডিং এ আগ্রহ রয়েছে।
যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান


No comments