Header Ads

Header ADS

Professional Video Editing Live Course



 ভিডিও এডিটিং হল সেই প্রক্রিয়া যেখানে একটি ভিডিও ফুটেজকে এডিটর পছন্দশীল ভাবে ঢেলে সাজিয়ে একটি পরিপূর্ণ গল্প ফুটিয়ে তোলে। এটি হচ্ছে একটি পোস্ট প্রোডাকশন কাজ। যেখানে ভিডিওর টাইটেল, গ্রাফিক্স, কালার কারেকশন, সাউন্ড মিক্সিং, ইফেক্ট সহ সব ধরণের কাজ করা হয়। কম্পিউটার বেসিক জানা থাকলেই ভিডিও এডিটিং কোর্স করতে পারবে এবং একজন দক্ষ ভিডিও এডিটির হতে পারবে।

বিগত ২ বছরে বিডিজবস সহ অন্যান্য জব সাইটে ৮০ হাজারের উপর শুধু ভিডিও এডিটর জবের জন্য পোস্ট হয়েছে। এদের বেশির ভাগ কম্পানি হতাশ হয়েছেন দক্ষ ভিডিও এডিটর না পেয়ে। ফেসবুক ও ইউটিউবে ভিডিও মার্কেটিং ব্যবসায় প্রসারে অতি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।  আর তাই কম্পানিগুলো দেশে দক্ষ ভিডিও এডিটর না পেয়ে অনেকেই অনলাইনে ভারত কিংবা অন্যান্য দেশ থেকে ভিডিও এডিটর হায়ার করছেন। এছাড়াও বিভিন্ন মিডিয়া কম্পানিগুলোর ইউটিউব চ্যানেল কিংবা সরাসরি বিভিন্ন নাটক সিনেমা এডিটিং এর জন্যও দক্ষ এডিটর খুঁজছেন।

দিন যত যাচ্ছে ভিডিও এডিটরদের চাহিদা ততই বেড়ে চলছে। আমাদের এই কোর্সটি সম্পন্ন করে জব করতে না চাইলে আপওয়ার্ক,ফাইভারের মত ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করতে পারেন। এছাড়া ইউটিউবে ভিডিও এডিটরদের চাহিদা প্রচুর।মার্কেটপ্লেসের বাইরেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ক্লায়েন্ট এর কাজ করে ইনকাম করার সুযোগ রয়েছে। দেশের এবং দেশের বাইরের অনেক ক্লায়েন্ট মাসিক চুক্তি করে কাজ করায় যেটা চাকুরীর মতো। যার ফলে বাসায় বসেই ক্লায়েন্ট দের ফুল টাইম বা চুক্তিবদ্ধ কাজ করতে পারবেন যাকে বলা হয় রিমোট জব। রিমোট জবে একজন ফ্রিল্যান্সার গড়ে মাসে ১০০০ ৮০০ থেকে ৮০০০ ডলার ইনকাম করে থাকে। 


 কাদের জন্য কোর্সটি ?

 যারা ভিডিও ইডিটর হিসেবে ক্যারিয়ার গড়তে চান

 যাদের ভিডিও ইডিটিং এ আগ্রহ রয়েছে।

 যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান


 কোর্সে কি কি শেখানো হবে ?

 Editing Your Video

 Adding Video and Audio Transitions

 Motion in Premiere Pro

After Effects and Premiere pro

 Complete guidelines for working in the freelancing marketplace

 Complete guidelines for working in the freelancing marketplace

No comments

Powered by Blogger.