Header Ads

Header ADS

T-Shirt Design MasterClass Live Course

 




আমরা পোশাক হিসেবে যে টি-শার্ট অথবা গেঞ্জি পরিধান করে থাকি তার উপর বিভিন্ন চিত্র অথবা নকশা করার কাজ ই মূলত টি-শার্ট ডিজাইন। এটি গ্রাফিক ডিজাইন সেক্টরে অনেক জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন একটি কাজ। Adobe Photoshop এবং Adobe Illustrator এর সম্পর্কে ভালো ধারনা থাকলে টি-শার্ট ডিজাইন কোর্সে অংশগ্রহন করতে পারবে।


ভাল ডিজাইনের জন্য টি-শার্ট ডিজাইন আইডিয়া, রঙ এবং টাইপোগ্রাফি জানুন এবং প্রয়োগ করুন! আপনি কি আপনার টি-শার্ট ডিজাইন স্কিল নিয়ে হতাশ হয়েছেন, বা ভাবছেন কিভাবে টি-শার্ট ডিজাইনাররা এত সুন্দর প্রফেশনাল আর ইফেক্টিভ ডিজাইন তৈরি করে? অথবা আপনি কেবল টি-শার্ট ডিজাইন সম্পর্কে আরও জানতে চান বা একটি টি-শার্ট ডিজাইনার হিসাবে শুরু করতে চান? তাহলে এই কোর্সটি আপনার জন্য।

টি-শার্ট ডিজাইন কোর্সটি করে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো প্রচুর কাজ করতে পারবেন। এছাড়া তৈরিকৃত ডিজাইন আপলোড করে রেখে যতবার সেল হবে ততবার টাকা। এভারে রয়্যালটি ইনকামের সুযোগ রয়েছে।

 


 কাদের জন্য কোর্সটি ?

 যারা টি-শার্ট ডিজাইন হিসেবে ক্যারিয়ার গড়তে চান

 অনলাইন উদ্যোক্তা বা আইটি স্পেশালিস্ট হতে চান

 ডিজাইন, আর্ট, ওয়েব গ্রাফিক্স, ট্রল পেইজ, ইউটিউবার কিংবা ফটোগ্রাফার

 যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান


 কোর্সে কি কি শেখানো হবে ?

 What Is T-shirt Design?

 How to Copy A T shirt design.

 Chose Best Font And Color For Your Designs

 How to do redesigns form an existing design

 How to Create an Awesome & eye catching Designs

 Freelancing Marketplace


No comments

Powered by Blogger.