Header Ads

Header ADS

Complete Digital Marketing Live Course

 



ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেয়া। ইন্টারনেট ব্যবস্থা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। যেমন- গুগল, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক সহ নানান সামাজিক যোগাযোগ মাধ্যম। কম্পিউটার বেসিক জানা থাকলেই এ কোর্স করতে পারবে।


লিফলেট, ব্যানার, ফেস্টুন এর যুগ শেষে এখন হল ডিজিটাল মার্কেটিং কিংবা অনলাইন মার্কেটিং এর যুগ। অনলাইন মার্কেটিং এর মাধ্যমে এনালগ মার্কেটিং এর চেয়ে ১০ গুণের বেশি কম খরচে আপনি দীর্ঘস্থায়ী প্রচারনার সুযোগ পাচ্ছেন। এজন্য সম্প্রতি যেসব কম্পানি এনালগ মার্কেটিং এ সফলতা পাচ্ছেন না, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তারা আজ সফল। ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচারকে বোঝায়। যেমন- ওয়েবসাইট, এস ই ও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন), ইন্টারনেট ব্যানার অ্যাড, ইমেইল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, পে পার ক্লিক (PPC) মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Facebook, Twitter, LinkedIn, etc.), মোবাইল মার্কেটিং (SMS, MMS, etc.) ইত্যাদির মাধ্যমে নিজের পণ্য বা ব্র্যান্ডের প্রচার।
ডিজিটাল মার্কেটিং হল বর্তমানে অনলাইনে আয়ের একটা সহজ ক্ষেত্র । যারা অনলাইনে চাকুরী বা পড়াশুনার পাশাপাশি ঘরে বসে অর্থ উপার্জন করতে চান তাদের জন্য অনেক ভাল সুযোগ আছে এই সেক্টরে। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করে আপনে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন এবং ভবিষ্যতে এটাকে ভাল পেশা হিসাবে নিতে পারবেন।

কাদের জন্য কোর্সটি ?

 যারা ডিজিটাল মার্কেটার হতে চান।

 যারা ঘরে বসে অনলাইনে অর্থ উপার্জন করতে চান।

 যারা স্বাধীনভাবে কাজ করতে চান।

 যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান

 


 কোর্সে কি কি শেখানো হবে ?

 Social Media Marketing (Facebook, Twitter, Pinterest, LinkedIn, Instagram)

 Strategies of Content Marketing

 Search Engine Optimization

 On page SEO / Off Page SEO

 Google Analytics & Webmaster

 YouTube Marketing

 Freelancing Marketplace

No comments

Powered by Blogger.